চলমান নোটিশঃ


 

চলমান নোটিশঃ এতদ্বারা সকল প্রশিক্ষনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ” UniTech Technical institute ” প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে (৩ মাস ও ৬ মাস1বছর) মেয়াদী মাইক্রোসফট অফিস এপ্লিক্যাশন ও বেসিক স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি শুরু প্রতি বছরের জানুয়ারি/এপ্রিল/জুলাই/সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। ( মো:আলী আহসান মুজাহিদ।” UniTech Technical institute)। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন 01719-328508 এই নাম্বারে। ধন্যবাদ !

শিক্ষা সফর -2022 চিকিলি পার্ক রংপুর

 চিকলি বিল রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক[১]। রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টি নন্দন একটি বিনোদন স্পট। শহরের হনুমান তলা এলাকার শত বছরের প্রাচীন চিকলী বিল। শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই জলাধার। বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলে সিটি কর্পোরেশন। [২]


চিকলি বিল রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক[১]। রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টি নন্দন একটি বিনোদন স্পট। শহরের হনুমান তলা এলাকার শত বছরের প্রাচীন চিকলী বিল। শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই জলাধার। বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলে সিটি কর্পোরেশন। [২]




বিলে ঘোরার জন্য আছে স্পীড বোট। গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেড়েছে জায়গাটি। দুরদুরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই। চিকলি ওয়াটার পার্ক এর মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝরনা। দিনের চেয়ে রাতে এই ঝরনা দেখতে বেশি ভালো লাগে। নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায়।





পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল আছে। সেখানকার স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ। দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে।

চিকলী বিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য ট্রেন, চরকীসহ বিভিন্ন ধরনের রাইডও স্থাপন করে নগর কর্তৃপক্ষ। [৩



No comments:
Write $type={blogger}
Recommended Posts × +