আমিনশীপ কি??
আমিনশীপ (ভূমি জরিপ) (মেয়াদ ৩/৬ মাস)
আমরা ভূ-পৃষ্ঠে বসবাস করি । বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়তই এ ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা, বস্তু, এলাকা ইত্যাদির অবস্থান আমাদের জানার দরকার হয় । আর এ জন্য প্রয়োজন আমিনশীপ সম্পর্কে জ্ঞান অর্জন । আর এ বিষয়ে জানার জন্য দরকার হয় নকশা বা ম্যাপের যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূ-উপরি বা ভূনিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করা একজন দক্ষ আমিনশীপের কাজ । আর এই পেশাকে আরো দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষা বোর্ড এই সিলেবাস প্রনয়ন করেন যাতে বাংলাদেশের দরিদ্র ও বেকার যুবক আমিনশীপ প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ Land Surveyor হয়ে উঠতে পারে এবং বেকার সমস্যার সমাধান করতে পারে ।
No comments:
Write $type={blogger}