চলমান নোটিশঃ


 

চলমান নোটিশঃ এতদ্বারা সকল প্রশিক্ষনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ” UniTech Technical institute ” প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে (৩ মাস ও ৬ মাস1বছর) মেয়াদী মাইক্রোসফট অফিস এপ্লিক্যাশন ও বেসিক স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি শুরু প্রতি বছরের জানুয়ারি/এপ্রিল/জুলাই/সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। ( মো:আলী আহসান মুজাহিদ।” UniTech Technical institute)। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন 01719-328508 এই নাম্বারে। ধন্যবাদ !

আমিনশীপ কি??

 আমিনশীপ কি??





আমিনশীপ (ভূমি জরিপ) (মেয়াদ ৩/৬ মাস)

আমরা ভূ-পৃষ্ঠে বসবাস করি । বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়তই এ ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা, বস্তু, এলাকা ইত্যাদির অবস্থান আমাদের জানার দরকার হয় । আর এ জন্য প্রয়োজন আমিনশীপ সম্পর্কে জ্ঞান অর্জন । আর এ বিষয়ে জানার জন্য দরকার হয় নকশা বা ম্যাপের যে প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে ভূ-উপরি বা ভূনিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করা একজন দক্ষ আমিনশীপের কাজ । আর এই পেশাকে আরো দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষা বোর্ড এই সিলেবাস প্রনয়ন করেন যাতে বাংলাদেশের দরিদ্র ও বেকার যুবক আমিনশীপ প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ Land Surveyor হয়ে উঠতে পারে এবং বেকার সমস্যার সমাধান করতে পারে ।

No comments:
Write $type={blogger}
Recommended Posts × +