চলমান নোটিশঃ


 

চলমান নোটিশঃ এতদ্বারা সকল প্রশিক্ষনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ” UniTech Technical institute ” প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে (৩ মাস ও ৬ মাস1বছর) মেয়াদী মাইক্রোসফট অফিস এপ্লিক্যাশন ও বেসিক স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। ভর্তি শুরু প্রতি বছরের জানুয়ারি/এপ্রিল/জুলাই/সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। ( মো:আলী আহসান মুজাহিদ।” UniTech Technical institute)। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন 01719-328508 এই নাম্বারে। ধন্যবাদ !

ডিজিটাল মার্কেটিং

 

আমিনশীপ কি??

 আমিনশীপ কি??



বাঘা মসজিদ রাজশাহী

 বাঘা মসজিদ রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কি.মি. দক্ষিণ-পূর্বে বাঘাতে অবস্থিত। এটি বেশ ভালভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে। ইটের দেওয়াল ঘেরা ৪৮.৭৭ মিটার বর্গাকার চত্বরের মধ্যে বেশ বড় আকারের একটি পুকুরের পশ্চিম পাড়ে মসজিদটি নির্মিত। মসজিদ চত্বরে প্রবেশের জন্য দুটি পুরানো খিলানকৃত প্রবেশপথ ছিল। এর একটি ছিল উত্তরদিকে এবং অন্যটি দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথটি ছিল সাধারণ আয়তাকারের বক্রাকৃতির একটি কাঠামো। এর উভয় পার্শ্বে ছিল একটি করে মিনার। বাঘা মসজিদ, রাজশাহী ইটের তৈরি মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে একটি সংরক্ষিত ইমারত। এর কাঠামো আয়তাকার, যার বাইরের দিকের পরিমাপ প্রায় ২৩.১৬ মি. এবং ১২.৮০ মি.। মসজিদের বাইরের চারকোণার অষ্টাভুজাকৃতির বুরুজগুলি খুবই বৈশিষ্ট্যপূর্ণ ছিল। এগুলি আলঙ্কারিক বন্ধনী দ্বারা বিভিন্ন অংশে বিভক্ত ছিল এবং এগুলির উপরে ছিল বহুভুজ নিরেট ছোট গম্বুজ। মসজিদের কার্নিস নমনীয়ভাবে বাংলারীতিতে বক্রাকারে তৈরি করা হয়েছিল। পূর্ব দিকে পাঁচটি এবং উত্তর ও দক্ষিণে দুটি করে খিলানপথ আছে। অভ্যন্তরভাগে দক্ষিণের তিনটি ‘বে’-র পশ্চিম প্রান্তে তিনটি মিহরাব, চতুর্থ ‘বে’-তে একটি খোপ (প্যানেল) নকশা এবং উত্তর-পশ্চিম কোণের একটু উঁচু গ্যালারিতে একটি ছোট মিহরাব আছে। মসজিদের অভ্যন্তরভাগকে চারটি প্রস্তরস্তম্ভের একটি সারি দ্বারা দুটি লম্বালম্বি আইল ও পাঁচটি ‘বে’-তে বিভক্ত করা হয়েছে। এর ফলে মসজিদের অভ্যন্তরভাগ দশটি স্বতন্ত্র অংশে বিভক্ত হয়েছে। এর প্রত্যেক ভাগ উল্টানো পেয়ালা আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল। ১৮৯৭ সালের ভূমিকম্পে আদি ছাদ ধ্বংস হয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানের গম্বুজটি পুনঃনির্মাণ করে। পাথরের স্তম্ভ এবং দেওয়াল সংলগ্ন পাথরের পোস্তাগুলি (pilaster) থেকে উত্থিত আড়াআড়িভাবে ছেদকৃত খিলানগুলি গম্বুজের ভার বহন করছিল। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্রবেশপথের খিলানের উৎপত্তিস্থলে স্থাপিত সরদল আকারে পাথরখন্ডগুলি মসজিদের চতুর্দিকে বসানো আছে। এর ফলে বাইরে থেকে মসজিদকে দ্বিতল বলে মনে হয়।

গ্রাফিক্স ডিজাইন কি

 গ্রাফিক্স ডিজাইন কি


গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প। এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়।



 

মোবাইল Apps Development Service

  অ্যাপস হলো অ্যাপ্লিকেশান এর সংক্ষিপ্ত রূপ | Apps Development Service |। যা আপনি ডাউনলোড করে আপনার স্মার্ট ফোনে ব্যবহার করেন। মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপস অথবা শুধু অ্যাপস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার আপ্লিকেশন। অ্যাপস একটি মোবাইল ডিভাইস (ফোন, ট্যাবলেট) ব্যবহার করার জন্য অ্যাপস খুবই প্রয়োজনীয়। গুগল কর্তৃক অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে-স্টোর এই ব্যবস্থা রেখেছে ৷ এছাড়া আইফোনের জন্য অ্যাপ স্টোর এই ব্যবস্থা রেখেছে।

Android Apps  মূলত আমরা যে স্মার্টফোন গুলো ব্যবহার করে থাকি এই ফোনে ব্যবহৃত যে সমস্ত সফটওয়্যার গুলো রয়েছে সেগুলো কে বোঝায়। দৈনন্দিন কাজে বিভিন্ন কাজ করার জন্য মোবাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় এখানে একটি সফটওয়্যার অ্যাপস হচ্ছে Android Apps।










জাগরণ বাংলাদেশ আইটি (JBD IT) অনলাইন ভিত্তিক কমপ্লিট ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট ফার্ম যা গুনগত মান ও সর্বোত্তম সেবা নিয়ে কাজ করে যাচ্ছে (Apps Development Service)। আমরা মূলত বিভিন্ন ক্লাউড অ্যাপ্লিকেশন এ ব্যবহৃত উন্নত টেকনোলজি সম্পূর্ণ ক্লাউড সার্ভার প্রদান করে থাকি। এছাড়াও ক্লাউড আপ্লিকেশন যেমন ক্লাউড সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, স্কুল ম্যানেজমেন্টবিজনেস ম্যানেজমেন্টডোমেইন হোস্টিং সার্ভার সংক্রান্ত সেবা প্রদান করে যাচ্ছি।

আপনি ও আপনার প্রতিষ্ঠান কে সম্পূর্ন ডিজিটাল করতে জাগরণ বাংলাদেশ আইটি আছে আপনার পাশে। প্রতিষ্ঠানের সুবিধার উপর ভিত্তি করে আমরা “অ্যাপস ডেভেলপমেন্ট” কয়েকটি আকর্ষণীয় প্যাকেজে সাজিয়েছি। আপনার সুবিধামত যেকোনো প্যাকেজ নিতে পারবেন।


বিগত সালের শিক্ষা সফরগুলো

  ইউনিটেক টেকনিক্যাল ইন্সটিটিউট, প্রসাদপুর বাজার মান্দা-নওগা । মোবাইল -০১৭১৯-৩২৮৫০৮  ‍,শিক্ষাসফর জন্য  ফরম:👉ক্লিক করুন

কোর্স গুলো হলঃ 0/ অফিস আপ্লিকেশন্স ভর্তি ফরম:👉 ক্লিক করুন

1.Graphic Design----গ্রাফিক ডিজাইন।

2.Web Design----ওয়েব ডিজাইন।

3.CPA Marketing-সিপিএ মার্কেটিং।
4.Facebook Marketing--ফেইসবুক মার্কেটিং।
5.Basic Internet Market place ---ব্যাসিক ইন্টারনেট, মার্কেটপ্লেস পরিচিতি।
6.SEO-------এস.সি.ও।
7.WordPress Development-----ওয়ার্ডপ্রেস
ডেভেলপমেন্ট(ইংরেজি ও বাংলা ভাষায় ২টা)।
8.Digital Marketing--ডিজিটাল মার্কেটিং
9.Fiverr A to Z-----ফাইভার এ টু জেট।
10.Web Development--ওয়েব ডেভেলপমেন্ট।
11Excell-এক্সেল

 





চিকলি বিল রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক[১]। রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টি নন্দন একটি বিনোদন স্পট। শহরের হনুমান তলা এলাকার শত বছরের প্রাচীন চিকলী বিল। শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে এই জলাধার। বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলে সিটি কর্পোরেশন। [২]




বিলে ঘোরার জন্য আছে স্পীড বোট। গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেড়েছে জায়গাটি। দুরদুরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই। চিকলি ওয়াটার পার্ক এর মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝরনা। দিনের চেয়ে রাতে এই ঝরনা দেখতে বেশি ভালো লাগে। নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায়।





পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল আছে। সেখানকার স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ। দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে।

চিকলী বিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য ট্রেন, চরকীসহ বিভিন্ন ধরনের রাইডও স্থাপন করে নগর কর্তৃপক্ষ। [৩


ভিন্নজগত ২০২০ শিক্ষা সফর 
শিক্ষা সফর ২০২০ সাইনটিফিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে   ৬ মাস অন্তর অন্তর শিক্ষা সফর এর ব্যবস্থা করে থাকি
উত্তর বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক পল্লীতে ভিন্ন আঙ্গিকে নির্মিত এক ব্যতিক্রমী পিকনিক স্পট। ভিন্নজগৎ নামের পরিকল্পিত পিকনিক স্পট ও শিশু পার্কটি সাজানো হয়েছে মনের মাধুরী দিয়ে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। ভিন্নজগৎ কোনো ভিন্নগ্রহে বা উপগ্রহের নয়। আমাদের মাটির পৃথিবীতে এর অবস্থান।



মহাস্থানগড় ২০19 শিক্ষা সফর 
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে
..


শিক্ষা সফর ২০১৯ বগুড়া মমহাস্থানগড়,বেহুলা ,পাহাড় পুর,সাইনটিফিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে   ৬ মাস অন্তর অন্তর শিক্ষা সফর এর ব্যবস্থা করে থাকি
.

অফিসিয়াল পিকনিক-2020


      


     অফিসিয়াল পিকনিক -2021



গ্রীন ভ্যালী পার্ক ২০21 শিক্ষা সফর
প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গ্রীন ভ্যালী পার্ক (Green Valley Park) নাটোর জেলার লালপুর উপজেলা শহর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা সুবিশাল এই বিনোদন কেন্দ্রটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বিনোদনপ্রেমী ও দর্শনার্থীদের প্রানকেন্দ্র।




  




অফিসিয়াল পিকনিক-2022

অফিসিয়াল পিকনিক 










পরীক্ষা শেষে ডাকা পার্ক:






অনলাইন ব্যাচ এ ভর্তির যোগ্যতা ও নিয়ম

  


 

অনলাইন ব্যাচ এ ভর্তির যোগ্যতা ও নিয়ম:--

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনারা হয়তো অনেকে ভাবছেন ফ্রিল্যান্সিং করে আয় করা কি আদৌ সম্বব । ইনকাম নিশ্চিত করতে আজই ভর্তি হোন আমাদের অনলাইন কোর্সে - ( সারা বাংলাদেশ থেকে ট্রেনিং করার সুযোগ থাকছে এই কোর্সে )। আমার দিচ্ছি ১০০% মানি ব‌্যাক গ্যারান্টি ।

অনলাইন ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কোর্সে প্রশিক্ষণ নিয়ে মাসে ২০,০০০ টাকা থেকে ১,০০০০০(লক্ষ) টাকা আয় করুন ঘরে বসে।

ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় ও স্থায়ি ক্যারিয়ার গড়তে গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছে ।

অনলাইন ব্যাচের ট্রেইনারঃআলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
Hotline: 01719-328508

##এ প্রশিক্ষণটিতে যা যা শিখানো হবে :
লোগো ডিজাইন, ব‌্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ক‌্যালেন্ডার ডিজাইন, প‌্যাকেট ডিজাইন, টি-সার্ট ডিজাইন, ইমেজ ইডিটিং, আইডি ক্রিয়েট, আইডি ভেরিফাই, কাজে বিট কারা, কাস্টমার সাপোর্ট দেয়া, ডিজিটাল মার্কেটিং কার, পেমেন্ট তোলা।

### কোর্সের ও ক্লাসের বিষয়
সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত যেকোন ব্যাচে ক্লাস করার সুযোগ ।
ভর্তি চলছে প্রতিদিন
সিট সংখ্যাঃ 20
মোট ক্লাসঃ ৭২টি
আমাদের অনলাইন ব্যাচ এর কোর্স ফি ১০,৪৫০/ =
ভর্তির জন্য এখনি ফোন করুণ আমাদের 01719-328508নাম্বারে
ভর্তি এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন
প্রয়োজন অনুযায়ী লাইফ টাইম সাপোর্ট ।

### অনলাইন ব্যাচ এ ভর্তির যোগ্যতাঃ
1. আপনার ১টি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
2. ১টি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে , যার নূন্যতম ৫১২ কে.বি.পি.এস সংযোগ স্পিড থাকাতে হবে ।
3. ইংরেজি পড়তে , বুঝতে ও লিখার উপর ব্যাসিক জ্ঞান থাকতে হবে।
4. প্রতিদিন নূন্যতম ২ ঘন্টা প্রাকটিস করার সময় থাকতে হবে।
5. যারা কম্পিউটার ব্যাবহার করতে পারেন না এবং কাজ ভালোভাবে না শিখেই লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন কোর্সটি তাদের জন্য নয় । তাদের অন‌্য আর একটি টেনিং আগে করতে হবে। যাদের আসলেই ফ্রিল্যান্সার হওয়ার মন মানসিকতা আছে, কোর্সটি শুধুমাত্র তাদের জন্য ।
আপনার আসনটি জলদি বুকিং করে রাখুন। আপনার আসনটি বুকিং দিতে এখনি কল করুন 01719-328508 । অথবা কল করে চলে আসুন আমাদের অফিসে। আগে আসলে আগে কাজ পাবেন।

### অনলাইন ব্যাচ – এর বৈশিষ্ট্যঃ
১. অনলাইন ব্যাচ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।
২. এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
৩. কোর্স চলাকালীন ৩ মাস + ১ মাস ইন্টার্নই সহ পুরো ৪ মাস ব্যাপী সকল ক্লাসের ডকুমেন্ট সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারে ।
৪. স্টুডেন্ট চাইলে প্রতিদিনই একটি করে ক্লাস এর ডিজিটাল কন্টেন্ট এর ডাউনলোড লিঙ্ক নিতে পারবে ।
৫. কোন বিষয় সম্পর্কে জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে স্কাইপ, ফেসবুক, ও ফোন এ প্রশ্ন করার সুবিধা। রয়েছে হটলাইনঃ 01719-328508
৬. অনলাইনে বিশ্বের যে কোন প্রান্ত থেকে এখানে যোগ দেওয়া যাবে পছন্দসই সময়ে।
৭. এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
৮. ১ মাসের রিয়েল লাইফ প্রোজেক্ট ( ইন্টার্নই ) ।
৯. Skype ও Facebook ব্যবহারের মাধ্যমে অনলাইন সাপোর্ট।ZOOM SOWFTER

মাইক্রোসফট অফিস এপ্লিকেশন

  

মাইক্রোসফট অফিস এপ্লিকেশন

 

মাইক্রোসফট অফিস এপ্লিকেশন (Office Application) হচ্ছে একটি প্যাকেজিং সফটওয়্যার। এই সফটওয়্যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, রয়েছে যা কম্পিউটারে প্রাথমিক ধারণার জন্য খুবই দরকারি। কয়েকটি সফটওয়্যার যেগুলো জানা থাকলে আপনি পরবর্তিতে কম্পিউটারের বেশকিছু কাজ করতে পারবেন। এ কোর্সের বিষয় সমূহ হচ্ছে- ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্য‌াকসেস, ফন্ট পেজ, কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যবহার ইত্যাদি। এই কোর্সের মাধ্যমে মাইক্রোসফট অফিস সহ আরো অনেক খুঁটিনাটি কম্পিউটারে বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। সরকারি চাকুরী আর জন্য এটি খুবই জরুরি। আপনার যদি কম্পিউটার, অনলাইন, ইন্টারনেট সম্পর্কে কোন জ্ঞান না থাকে তবে এই কোর্সটি আপনার জন্য।


অফিস এপ্লিকেশন কোর্সের বৈশিষ্ট্য সমূহ

 

  • ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক পড়ার ক্ষেত্রে অনেক সহায়ক।(Office Application)
  • বেসিক কম্পিউটার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যায়।
  • সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
  • প্রতিটি ক্লাসে কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করার সুযোগ।
  • নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হয়।
  • অনলাইন ও অফলাইনে দুই ধরনের ক্লাসের সুযোগ রয়েছে।
  • মাস্টার ট্রেইনার দ্বারা পরিচালিত ও ২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট।
  • সরকারি সার্টিফিকেট দেওয়া হয়।
  • সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
  • আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
  • ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং করা যায়।
  • ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
  • যোগ্য প্রশিক্ষনার্থীদের জন্য রয়েছে চাকুরীর সুব্যবস্থা।
  • কম্পিউটার ও ওয়াইফাই সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
  • অফিস এপ্লিকেশন কোর্সের সুবিধা সমূহ

     

    বর্তমানে সকল প্রকার সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা প্রার্থীদের চাহিদা ও মান অনেক বেশি। তাই আমরা সবসময়ই বলি একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা এর গুরুত্ব অনেক রয়েছে। অফিস অ্যাপ্লিকেশন কম্পিউটার কোর্স ৬ ও ৩ মাস মেয়াদী হয়। (Office Application) অফিস এপ্লিকেশন কম্পিউটার কোর্স করা থাকলে আপনি যেকোন ধরনের সরকারি ও বেসরকারি চাকুরি করতে পারবেন এছাড়াও ইন্টারনেট কোর্স শেখা থাকলে আপনারা বিভিন্ন কাজে যেমন ফ্রিল্যান্সিং বা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা আয় করতে পারবেন। অফিস এপ্লিকেশন (Office Application) কোর্স শিখিয়ে আপনি নিজেও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, যা আপনাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।

পাইথন প্রোগ্রামিং কি??

  কম্পিউটার দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটার বুঝতে পারে, এমন ভাষায় তাকে নির্দেশ দিতে হয়। এটাই প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা অনেক রয়েছে এবং নিত্যনতুন তৈরি হচ্ছে। তবে অল্প কয়েকটি ভাষাই প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হতে পেরেছে। তেমন একটি প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন। এর জনক গুইডো ভন রুযাম। ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে বড়দিনের ছুটিতে তিনি পাইথন তৈরি করা শুরু করেন। তবে পাইথন বেশি জনপ্রিয় হয়ে ওঠে ২০০০ সালে, ২.০ সংস্করণ চালু হওয়ার পরে। বর্তমানে পাইথনের ২.৭ এবং ৩.৪ সংস্করণ চালু রয়েছে।



পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথনে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। এ ছাড়া ফাংশনাল প্রোগ্রামিংও করা যায় পাইথন দিয়ে। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে সারা পৃথিবীতে বর্তমানে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান চতুর্থ (শীর্ষ তিনটি হচ্ছে জাভা, সি, সি প্লাস প্লাস), আর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৬৯ শতাংশ শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হয় পাইথন ব্যবহার করে। এ ছাড়া বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগলের তিনটি আনুষ্ঠানিক প্রোগ্রামিং ভাষার একটি হচ্ছে পাইথন।
পাইথনের এত জনপ্রিয় হওয়ার কারণ কী? পাইথন প্রোগ্রামাররা নিচের কারণগুলোকেই প্রধান মনে করেন:
 পাইথনে সংকেত (কোড) সহজে পড়া যায়।
 কোড সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট হয়।
 পাইথনে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডেটা কাঠামো।
 পাইথন বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।
 বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে।
 শক্তিশালী অনলাইন কমিউনিটি।
 চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক (জ্যাঙ্গো, ফ্লাস্ক ইত্যাদি)।

অপারেটিং সিস্টেমে পাইথন

মোটামুটি সব লিনাক্স ডিস্ট্রিবিউশন ও ম্যাক অপারেটিং সিস্টেমে পাইথন থাকে, আলাদাভাবে ইনস্টল করতে হয় না। উইন্ডোজে পাইথন আলাদা করে ইনস্টল করতে হয়, যা পাইথনের ওয়েবসাইট থেকে নামানো যায়।
পাইথন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরিতে। জ্যাঙ্গো (django) ফ্রেমওয়ার্কটি খুবই জনপ্রিয়। এ ছাড়া বিভিন্ন অটোমেশন সফটওয়্যার নির্মাণ, বায়ো ইনফরমেটিকস, মেশিন লার্নিং, তথ্য বিশ্লেষণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলার তৈরিতেও পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে।
বাংলাদেশেও শুরু হয়েছে পাইথনের ব্যবহার। বেশ কিছু দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে পাইথন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অটোমেশনের লক্ষ্যে নির্মিত ‘ওয়েব বেইজড ডেটাবেজ’ সফটওয়্যারটি পাইথন দিয়েই তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুক্ত সফটওয়্যার লিমিটেড।
পাইথন শেখার জন্য পাইথনের আনুষ্ঠানিক টিউটোরিয়াল রয়েছে। এ ছাড়া অনলাইনে রয়েছে বিভিন্ন বই ও অনলাইন কোর্স। তবে বাংলা ভাষায়ও পাইথন শেখার সুযোগ রয়েছে অনলাইনে। একেবারে নতুনদের জন্য আছে ‘হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষা’, যেটি তৈরি করেছেন ইকরাম মাহমুদ। আর শিক্ষক ডট কম-এ ‘পাইথন পরিচিতি’ নামে ধারাবাহিক ভিডিও বক্তৃতা যা পাইথন শেখার জন্য বেশ কার্যকর। সম্প্রতি দ্বিমিক কম্পিউটিং স্কুল, বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মিলে প্রথমবারের মতো আয়োজন করে ‘পাইকন ঢাকা ২০১৪’, যা পাইথনের ওপর বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
দরকারি ওয়েব ঠিকানা:
http://goo.gl/DiWrtA
http://goo.gl/eDyqM0
http://python.org
http://goo.gl/QTfyY1
http://hukush-pakush.appspot.com
http://goo.gl/GqrIT8
http://dimikcomputing.com
http://pycharmers.net
লেখক : প্রোগ্রামার ও উদ্যোক্তা

🔰ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ??

  🔰ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ??  

ফ্রিল্যান্সিং হচ্ছে নিজে বায়ারের সাথে কথা বলে কাজ করে দেওয়া। আর আউটসোর্সিং হচ্ছে ধরেন আমি একটা মিডিয়াম। আমি অর্ডার নিয়ে আমি নিজে না করে সেটা আপনাকে দিয়ে করিয়ে বায়ারকে দিয়ে দিলাম সেখান থেকে একটা অংশ ফ্রিল্যান্সারকে দিলাম আর বাকি টা আমার। এখানে যে কিনবে সে বায়ার, আপনি ফ্রিল্যান্সিং করলেন আর আমি আউটসোর্সিং করলাম।



🔰🔰প্রশিক্ষন গ্রহণ করতে এবং বিস্তারিত জানতে আজই ভিজিট করুনঃ-

------------------------------------

scientific  Computer Training Center-

পরিচালক: মো: আলী আহসান মুজাহিদ 

প্রসাদপুর বাজার মান্দা নওগাঁ 

মোবাইল : 01719-328508